পিএসজির জার্সিতে শততম ম্যাচ খেললেন নেইমার। উপলক্ষটা স্মরণীয় করেছেন এক গোল করে। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ১০০ ম্যাচে নেইমারের গোল ৮১ আর অ্যাসিস্ট ৪৬টি। মপেঁলিয়েরকে ৪-০ গোলে হারায় পিএসজি। জোড়া গোল কিলিয়ান এমবাপ্পের। অপরটি মাউরো ইকার্দির। ৬০ থেকে ৬৩—এই তিন মিনিটে তিন গোল আদায় করেছিল পিএসজি। ইএসপিএন
মন্তব্য