চাকরিটা সুতায় ঝুলছে জিনেদিন জিদানের। গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের পর তাঁর দল বাদ পড়েছে কোপা দেল রে থেকে। চাকরি হারানোর শঙ্কায় থাকা রিয়াল মাদ্রিদের কোচ এবার আক্রান্ত হলেন করোনায়। গতকাল রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে খবরটি। পজিটিভ হওয়ায় নিজের বাড়িতে আইসোলেশনে আছেন জিদান। মার্কা
মন্তব্য