গত বছর জানুয়ারিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন হারারেতে। করোনার থাবায় এর পর থেকে আর নামা হয়নি ব্যাট হাতে। দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাঞ্জেলো ম্যাথুজ যেতে পারেননি চোটের জন্য। ফিট হয়ে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ২৭ ও ৭১ রানের দুটি ইনিংস। গতকাল গলে সিরিজের দ্বিতীয় টেস্টে সাবেক এই লঙ্কান অধিনায়ক করলেন অসাধারণ সেঞ্চুরি। তাঁর ২২৮ বলে ১১ বাউন্ডারিতে হার না মানা ১০৭*-এ ভর করে শ্রীলঙ্কা প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২২৯ রানে। ১৯ রানে অপরাজিত নিরোশান ডিকেলা। দীনেশ চান্ডিমাল করেছিলেন ৫২ রান। জেমস অ্যান্ডারসনের উইকেট তিনটি। ক্রিকইনফো
মন্তব্য