ক্রীড়া প্রতিবেদক : বাফুফের কোচরা আগামী কিছুদিনে ছড়িয়ে পড়বেন সারা দেশে। প্রতিটি জেলা থেকে খেলোয়াড় বাছাই করবেন তাঁরা। প্রতিভাবান কিশোর ফুটবলারদের তুলে আনার লক্ষ্য তাঁদের। জেলার নির্বাচিত খেলোয়াড়রা আবার একটি সমন্বিত ট্রায়ালে অংশ নেবেন। সেখান থেকেই খুঁজে নেওয়া হবে সেরাদের। যাদের বাফুফে একাডেমির অনূর্ধ্ব-১৭ গ্রুপে সুযোগ দেওয়া হবে।
এ বছর অনূর্ধ্ব-১৫ সাফ, আগামী বছর সেটিই হবে অনূর্ধ্ব-১৬-দের আসর। তা ছাড়া আছে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব। একাডেমিতে প্রশিক্ষণে থাকা সেই খেলোয়াড়দের নিয়েই হবে এই তিনটি টুর্নামেন্টের দল।
মন্তব্য