ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শীর্ষে লিস্টার সিটি। রূপকথা গড়ে ২০১৬ সালে শিরোপা জেতা দলটি পরশু ২-০ ব্যবধানে হারিয়েছে চেলসিকে। একটি করে গোল উইলফ্রায়েড নিদি ও জেমস মেডিসনের। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিস্টার এখন চূড়ায়। ১৮ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৩৭ আর ১৭ ম্যাচে ম্যানসিটির ৩৫। ইএসপিএন
মন্তব্য