স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখা লিওনেল মেসি দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। মেজাজ হারিয়ে যেভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করেছেন তাতে ওই কার্ডের শাস্তি এক ম্যাচ যথেষ্ট নয় বলেই মনে করেছে স্প্যানিশ ফেডারেশন। তাতে কর্নেয়ার বিপক্ষে কাপে এবং লিগে এলচের বিপক্ষে থাকতে পারবেন না মেসি। মার্কা
মন্তব্য