kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

এফটিপি চূড়ান্ত হলেই দীর্ঘমেয়াদি চুক্তি

১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএফটিপি চূড়ান্ত হলেই দীর্ঘমেয়াদি চুক্তি

ক্রীড়া প্রতিবেদক : করোনায় আন্তর্জাতিক ক্রিকেট সূচি এমন এলোমেলো হয়ে গেছে যে এখনো ঠিক নতুন এফটিপি (ফিউচার ট্যুরস প্রগ্রাম) গুছিয়ে উঠতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ জন্যই গাজী টিভির সঙ্গে আগের চুক্তি শেষ হওয়ার পর দীর্ঘ মেয়াদের জন্য কোনো ব্রডকাস্টার বেছে নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে তারা। তবে দুয়েক দিনের মধ্যেই এফটিপি চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। সে ক্ষেত্রে অচিরেই দীর্ঘমেয়াদি চুক্তির জন্য দরপত্রও আহ্বান করা হবে। স্থানীয় এক হোটেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্বত্ব কেনা স্পোর্টস ম্যানেজমেন্ট কম্পানি ব্যান-টেক আয়োজিত অনুষ্ঠানে কাল এমন খবরই দিয়েছেন জালাল, ‘আশা করছি, দুয়েক দিনের মধ্যেই নতুন এফটিপি চূড়ান্ত হয়ে যাবে। হয়ে গেলেই আমরা লম্বা সময়ের জন্য ব্রডকাস্টার বেছে নিতে দরপত্র আহ্বান করব।’

এর আগে ব্যান-টেকের মাধ্যমে আপাতত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখা যাবে দেশের দুটি বেসরকারি টিভি চ্যানেলে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি দেখাবে খেলা। এ উপলক্ষে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে জালাল ছাড়াও উপস্থিত ছিলেন ব্যান-টেকের পরিচালক আমজাদ হোসেন, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান ও নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক।

মন্তব্যসাতদিনের সেরা