টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে স্বস্তির জয় পেয়েছে চেলসি। খেলার ৭৮ মিনিটে করা মেসন মাউন্টের একমাত্র গোল পূর্ণ ৩ পয়েন্ট এনে দেয় ফ্রাংক ল্যাম্পার্ডের দলকে। এই জয়ের পরও ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ছয় নম্বরে ব্লুজ। জয় পেয়েছে লিস্টার সিটিও। সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে এখন লিস্টার। এএফপি
মন্তব্য