এক বছরের সেঞ্চুরিখরা অসাধারণ ডাবলেই কাটালেন জো রুট। তাঁর ২২৮-এ ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২১ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৩৫-এ গুটিয়ে যাওয়া লঙ্কানরা তৃতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ১৫৬ রানে। দীনেশ চান্ডিমালের দল পিছিয়ে ১৩০ রানে।
আগের দিনই রুট অপরাজিত ছিলেন ১৬৮ রানে। গতকাল করেন ক্যারিয়ারের চতুর্থ আর অধিনায়ক হিসেবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। সপ্তম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে আট হাজার রানের মাইলফলকেও পা রেখেছেন রুট। কেভিন পিটারসেন ইংলিশদের মধ্যে দ্রুততম ১৭৬ ইনিংসে আর রুট ১৭৮তম ইনিংসে করলেন আট হাজার রান। তবে আট হাজার রান করা ইংলিশদের মধ্যে রুটের ৪৯.০৯ গড়ই সেরা। ক্রিকইনফো
মন্তব্য