kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

ওয়ানডে সিরিজ শেষ ওয়ালশের

১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগেই করোনা পজিটিভ হয়ে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল থেকে ছিটকে পড়েছিলেন রোমারিও শেফার্ড। এবার সফরে এসে আইসোলেশনে চলে যেতে হলো হেইডেন ওয়ালশ জুনিয়রকেও। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সফরে দ্বিতীয় দফা পরীক্ষায় দলের বাকি সবাই উতরে গেলেও এই লেগ স্পিনার করোনায় সংক্রমিত হয়েছেন। নিশ্চিত হতে আরেকবার পরীক্ষা করিয়েও পাওয়া গেছে একই ফল। তাই বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ক্যারিবীয়রা পাচ্ছে না তাঁকে।

কভিড পরীক্ষায় দুইবার নেগেটিভ হওয়া সাপেক্ষে আইসোলেশন থেকে মুক্তি পাবেন ওয়ালশ। এদিকে ঢাকায় চলে এলেও ইংল্যান্ড থেকে আসার কারণে অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি পাচ্ছিলেন না বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন ও ব্যাটিং কোচ জন লুইস। তবে ইংল্যান্ড ফেরতদের ক্ষেত্রে সরকারের কোয়ারেন্টিন নীতিমালায় বদল আসায় ছাড় পাচ্ছেন তাঁরাও। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, অনুশীলনে যোগ দিতে এখন আর তাঁদের কোনো বাধা নেই।

মন্তব্যসাতদিনের সেরা