kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

অচেনা হওয়ার সুবিধাও দেখছেন ব্রাথওয়েট

১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : মানছেন যে তাঁর নেতৃত্বাধীন তরুণ দলটি অভিজ্ঞতায় অনেক পিছিয়ে। কিন্তু এই দূর বাংলাদেশে আসা দলটির অনেকেই আবার স্বাগতিক দলের কাছে অচেনাও। এর সুবিধাও দেখছেন ক্রেইগ ব্রাথওয়েট। জেসন হোল্ডার করোনাভীতির কারণে বাংলাদেশ সফরে না আসায় যাঁকে করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক। গত সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি দেখিয়েছেন এক ঝাঁক অচেনা ক্রিকেটার নিয়ে গড়া ক্যারিবীয় দলের সুবিধার দিকটিই, ‘এটি আমাদের কিছুটা এগিয়ে রাখতে পারে। কারণ ওরা (বাংলাদেশ দল) আমাদের অনেকের সঙ্গেই খেলেনি।’

হেড কোচ ফিল সিমন্স আগের দিন বলেছিলেন, তরুণ ক্রিকেটাররা বাংলাদেশে ভালো কিছু করার জন্য ক্ষুধার্ত। সেটি আরো ভালো করেই জানেন ব্রাথওয়েট। কারণ ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই তাঁদের সঙ্গে খেলেন অধিনায়ক। তাই এই দলকে ‘দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ’ তকমা দিয়ে দেওয়াটাও মানতে পারলেন না ব্রাথওয়েট, ‘এই দলটিকে আমি কিছুতেই দ্বিতীয় সারির বলে মনে করি না। ওদের সামর্থ্যটা আমি জানি। জানি যে আন্তর্জাতিক পর্যায়েও ওরা ভালো করতে সক্ষম।’ ১০ জানুয়ারি ঢাকায় আসা ক্যারিবীয় দল ইতিমধ্যেই তিন দিনের কঠোর আইসোলেশন শেষ করেছে। গতকাল হয়েছে তাদের দ্বিতীয় করোনা পরীক্ষা। রাতে ফল নেগেটিভ এলে আজ থেকেই নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারার কথা তাদের।

মন্তব্যসাতদিনের সেরা