kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

দল চূড়ান্তের প্রস্তুতি ম্যাচ

১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদল চূড়ান্তের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক : ২৪ জনের ওয়ানডে স্কোয়াড ছোট হয়ে ১৬ কিংবা ১৭ জনে নেমে আসবে আর দু-এক দিনের মধ্যেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাংলাদেশ স্কোয়াড চূড়ান্তের জন্য যে দুটি প্রস্তুতি ম্যাচের অপেক্ষায় নির্বাচকরা, এর প্রথমটি আজ। ১৬ জানুয়ারি হবে দ্বিতীয় ও শেষ ম্যাচটি। সাভারের বিকেএসপিতে প্রাথমিক দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যেই দুই দলে ভাগ হয়ে খেলবেন এই ম্যাচ দুটি। যাতে পারফরম করতে সবাই মুখিয়েও আছেন, কারণ প্রধান নির্বাচক আগেই বলে রেখেছেন, ‘প্রস্তুতি ম্যাচ দেখে আমরা দল চূড়ান্ত করব।’

মন্তব্যসাতদিনের সেরা