উপহারটা ডিয়েগো ম্যারাডোনাই দিয়েছিলেন তাঁকে—১৯৮১ সালে বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময়কার একটা জার্সি। এত দিন যত্নে তুলে রাখা সেই জার্সি গায়ে কাল মাঠে এসেছিলেন কার্লোস তেভেজ। কোপা লিবার্তাদোরেসের ম্যাচে গোল করে বোকাকে জেতানোর পথে সেই জার্সিতেই আর্জেন্টাইন কিংবদন্তিকে শেষ নিবেদন তাঁর।
আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে ম্যারাডোনার তেভেজের প্রতি একটু বাড়তি স্নেহই প্রকাশ পেয়েছে সব সময়। একই রকম পরিবেশ থেকে উঠে এসেছেন আর বোকাকেই বেছে নিয়েছেন বলেই হয়তোবা। ম্যারাডোনার স্নেহের কথা জানিয়েছেন নেইমারও। সান্তোসে ১২-১৩ বছর বয়সেই এল ডিয়েগোর ভালোবাসা পেয়েছিলেন তিনি। নেইমারভক্ত ম্যারাডোনার আর্জেন্টাইন উত্তরসূরি লিওনেল মেসিও। পরশু চ্যাম্পিয়নস লিগ ম্যাচ শেষে মেসির সঙ্গে আবার খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। মেইল অনলাইন
মন্তব্য