ক্রীড়া প্রতিবেদক : জেমকন খুলনা শ্রদ্ধাভরে বলছে, ‘মাশরাফি এমন, যাঁকে সব দলই চাইবে।’ ফরচুন বরিশালের বেসরকারি মন্তব্য, ‘এক পায়ে খেললেও মাশরাফিকে চাই। তিনি দারুণ একজন মেন্টর।’ আর বিসিবি বলছে, আগে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ঢুকে পড়তে পারবেন সাবেক অধিনায়ক। তবে প্লেয়ার্স ড্রাফটের সময় বলে দেওয়া নিয়ম অনুযায়ী, মাশরাফিকে পেতে লটারিতে জিততে হবে আগ্রহী দলগুলোকে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে প্রেসিডেন্টস কাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। চলমান টুর্নামেন্টের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় প্লেয়ার্স ড্রাফটে নাম যুক্ত হয়নি তাঁর। তবে কোনো দল যদি আগ্রহী হয়, তবে ড্রাফটের বাইরে থেকে নিতে পারবে মাশরাফিকে। যদি একাধিক দল আগ্রহী হয়, তবে লটারি হবে। পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে লটারিতেই উঠতে যাচ্ছে মাশরাফির নাম।
তিন দিন আগে বিসিবি একাডেমি মাঠে প্রায় সাড়ে আট মাস পর অনুশীলনে আসেন মাশরাফি বিন মর্তুজা। সেদিনই ই-মেইল মারফত জাতীয় দলের সাবেক অধিনায়ককে ড্রাফটের বাইরে থেকে নেওয়ার আগ্রহের কথা বিসিবিকে জানিয়েছে ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল একটি ভিডিও বার্তায় তেমনটাই জানিয়েছেন, ‘ড্রাফটের সময় জানতাম মাশরাফি ফিট নয়। তবে তখনই বলে দেওয়া হয়েছিল সে ফিট হলে যেকোনো দল তাকে নিতে পারবে। তবে গত পরশু (১ ডিসেম্বর) আমরা জানতে পেরেছি যে সে ফিট। বরিশালের পক্ষ থেকে তাকে চেয়ে আবেদন করেছি। তবে খুলনাও আবেদন করেছে। নিয়ম অনুযায়ী এখন লটারি হবে। আশা করি আমরা তাকে পাব।’
গতকাল খুলনার ম্যানেজার নাফিস ইকবালও মাশরাফির ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির তরফে আবেদনের কথা জানিয়েছেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড়, যাকে সবাই নিতে চায়। এখানে ব্যাপার হলো, সে খেলতে চায় কি না। বোর্ড থেকেও জানতে হবে, সে কী অবস্থায় আছে, ফিটনেসের কী অবস্থা।’
সব কিছুর আগে মাশরাফির ফিটনেসের ব্যাপারে খোঁজখবর নেবে বিসিবি, তেমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘একাধিক টিম চাইলে লটারি হবে। তবে সবার আগে ওকে (মাশরাফি) জানাতে হবে খেলার জন্য ফিট কি না। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে চলমান টুর্নামেন্টে খেলার ব্যাপারে আগ্রহের কথা নাকি জানিয়েছেন মাশরাফি। আর প্রস্তুতিতে যখন এসেছেন, তখন সেটা অবিশ্বাস করারও সুযোগ নেই।
মন্তব্য