ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি। শচীন টেন্ডুলকার ৩০০তম আর কোহলি ২৪২ ইনিংসে গড়েছেন রেকর্ডটি। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে হোয়াইটওয়াশও এড়িয়েছে ভারত। কোহলির ৬৩, হার্দিক পাণ্ডের ৯২-এ ভারত করেছিল ৩০২। তবে এবারই প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিহীন বছর শেষ করলেন কোহলি। পিটিআই
মন্তব্য