ক্রীড়া প্রতিবেদক : বাস্কেটবল লিগের গত ছয় আসরে তিনবার চ্যাম্পিয়ন গ্রেগরিয়াস। অন্য তিনবারে দুইবার শিরোপা ঢাকা গ্ল্যাডিয়েটরসের। অথচ এই দুই ক্লাবসহ ছয়টি ক্লাবকে বাদ দিয়ে হচ্ছে এবারের প্রিমিয়ার লিগ। করোনার কারণে লিগটা পেছাতে চেয়েছিল তারা। কিন্তু ফেডারেশন সংখ্যাগরিষ্ঠের সেই দাবি না মেনে স্বেচ্ছাচারিতা করছে বলে কাল সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন ওই ক্লাব কর্মকর্তারা। গ্রেগরিয়াসের যুগ্ম সম্পাদক খন্দকার তানভীর যেমন বলেছেন, ‘তারা অন্যায়ভাবে প্রথম বিভাগ থেকে দুই ক্লাব তুলে ছয় দল নিয়ে লিগ করছে। আমাদের সিংহভাগের দাবি কানে তোলেনি। অথচ বাস্কেটবলে আমরাই সব সময় সফলতা দেখিয়েছি।’
মন্তব্য