ক্রীড়া প্রতিবেদক : দেশের ব্যাডমিন্টনের দুর্দশা না ঘুচলেও কাওয়াসাকি কয়েক বছর ধরে ব্যাডমিন্টন তারকাদের স্পন্সরের ধারা অব্যাহত রেখেছে। এবারও জাপানের বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাঁড়িয়েছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শাপলা আক্তার ও সালমান খানের পাশে। গতকাল স্থানীয় এক হোটেলে দুই কৃতী শাটলারের সঙ্গে এক বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তি করেছে কাওয়াসাকি বাংলাদেশ। তারা আগামী এক বছর এই দুজনকে ব্যাডমিন্টনে প্রয়োজনীয় সব ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করবে। গতকাল তাঁদের হাতে র্যাকেট, টি-শার্ট, ব্যাডমিন্টন শুসহ অন্যান্য সরঞ্জাম তুলে দিয়েছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কাওয়াসাকি বাংলাদেশের প্রতিনিধি অহিদুজ্জামান রাজু।
মন্তব্য