ক্রীড়া প্রতিবেদক : করোনার মধ্যে প্রিমিয়ার লিগ খেলতে রাজি হয়নি বাস্কেটবলের ছয় ক্লাব। তাদের বাদ দিয়েই আজ লিগ শুরু হচ্ছে। অন্য চার দলের সঙ্গে দিন পনেরো আগে প্রথম বিভাগ খেলে আসা দুই ক্লাবকে নিয়েছে ফেডারেশন! ওদিকে না খেলা ছয় ক্লাবকে আগামী মৌসুমে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার ধারাও যোগ করা হয়েছে বাইলজে।
অথচ এর আগে ফেডারেশন সাধারণ সম্পাদক এ কে সরকার জানিয়েছিলেন, করোনার কারণে কোনো ক্লাবকে তারা জোর করেননি। যারা এবার খেলছে না, তারা আগামী লিগেই খেলতে পারবে। কাল ফেডারেশনের নির্বাহী সদস্য রঞ্জিত চন্দ্র জানিয়েছেন, পরে খেলাটির স্বার্থে ফেডারেশন সেই সুযোগ দিতেও পারে। আজ হরনেটস ও বকশীবাজারের ম্যাচ দিয়ে লিগের উদ্বোধন হচ্ছে। পরের ম্যাচ ধূমকেতু ও জোশেফাইটসের। লিগের অন্য দুই দল রেঞ্জার্স ও ওল্ড ডিওএইচএস। না খেলে অবনমনের শঙ্কায় গ্রেগরিয়াস, গ্রেগস, শাওনস, ফ্লেইম বয়েজ, ইগলস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্স। গ্রেগরিয়াসের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন হতাশ ফেডারেশনের এমন সিদ্ধান্তে, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে না খেলে আরেকটু সময় চেয়েছিলাম আমরা; কিন্তু ফেডারেশন মানেনি। তারা মুজিববর্ষের কথা বলছে। কিন্তু মুজিববর্ষের আসর তো সব ক্লাব নিয়ে আরো জমজমাটভাবে হওয়ার কথা। তা ছাড়া মার্চ পর্যন্ত তো সময় ছিলই।’
মন্তব্য