এদিনসন কাভানির বুড়ো হাড়ের ভেলকিতে দুই গোলে পিছিয়ে পড়েও সাউদাম্পটনের মাঠে ৩-২ গোলে জিতেছে ম্যানইউ। বদলি হিসেবে নেমে দুই গোল করার পাশাপাশি অন্যটিও করিয়েছেন কাভানি। ড্র হয়েছে চেলসি ও টটেনহামের ম্যাচ। এই ড্রয়ের পরও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে স্পার্সরা। তবে উলভারহাম্পটনের কাছে হেরে গেছে আর্সেনাল। এএফপি
মন্তব্য