তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না বেক্সিমকো ঢাকা। মুশফিকুর রহিমের দলকে ৩৭ রানে হারিয়েছে জেমকন খুলনা। মাহমুদ উল্লাহর ৪৫, ইমরুল কায়েসের ২৯ ও সাকিব আল হাসানের ১১-তে খুলনা করেছিল ১৪৬ রান। জবাবে মুশফিক ৩৭ করলেও ১০৯ রানে গুটিয়ে যায় ঢাকা। ৩টি করে উইকেট শুভাগত হোম ও শহিদুল ইসলামের। সাকিব ৪ ওভারে ৮ রানে নিয়েছেন ১ উইকেট। ছবি : মীর ফরিদ
মন্তব্য