kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

দালমার কান্না

১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদালমার কান্না

বোকা জুনিয়র্সের ‘ম্যারাডোনা বক্সে’ ম্যাচ দেখছিলেন ম্যারাডোনার মেয়ে দালমা। প্রয়াত বাবার স্মৃতিতে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছবি : ওলে

বোকা জুনিয়র্সে আলাদা একটি বক্স আছে ডিয়েগো ম্যারাডোনার নামে। প্রিয় দলের খেলা এখানে বসেই দেখতেন এই কিংবদন্তি। পাশে থাকতেন মেয়ে দালমা আর জিয়ানিন্না। ম্যারাডোনার অকালমৃত্যুর পর পরশুই প্রথম মাঠে নামে বোকা জুনিয়র্স। প্রতিপক্ষ ম্যারাডোনারই সাবেক ক্লাব নিউয়েলস। ম্যাচটি দেখতে আসেন দালমা। বুকটা শূন্যতায় ভরে উঠেছিল পাশে বাবা না থাকায়। শুরুর আগে ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানায় দুই দলই। আবেগঘন মুহূর্তটি তৈরি হয় ফ্রি কিকে বোকার এদউইন কারদোনার গোলের পর। পুরো দল শ্রদ্ধা জানাতে চলে যায় ম্যারাডোনা বক্সের সামনে। তাদের দেখে আর চোখের পানি আটকে রাখতে পারেননি দালমা। ভেঙে পড়েন কান্নায়। একটা পর্যায়ে বিলাপই করছিলেন দুই হাত মাথায় তুলে। দালমাকে সামলান তাঁর স্বামী।

এদিকে ম্যারাডোনার মৃত্যুর পর ফুটবল ফিরেছে নাপোলিতেও। পরশু সিরি ‘এ’-তে নিজেদের স্টেডিয়ামে রোমার মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচের আগে নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয় ক্লাব কিংবদন্তি ম্যারাডোনাকে। ‘ডিয়েগোর জন্য’ স্লোগানে জিততে মরিয়া ছিল তারা। ৪-০ গোলে রোমাকে বিধ্বস্ত করে উপলক্ষটি স্মরণীয় করে রেখেছে নাপোলি। প্রথম গোলের পর ক্লাব অধিনায়ক লরেঞ্জো ইনসিনিয়ে শ্রদ্ধা জানান ম্যারাডোনার জার্সি প্রদর্শন করে। ওলে

মন্তব্য