ইউরোপা লিগে পরশু দারুণ একটি রাত কাটিয়েছে ইংলিশ জায়ান্টরা। নিজ নিজ ম্যাচ জিতে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে আর্সেনাল ও লিস্টার সিটি। মলডের মাঠে ৩-০ গোলে জিতেছে গানাররা। আর ব্রাগার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে লিস্টার। ওদিকে নিজ মাঠে লুদোগোরেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজ গ্রুপে যৌথভাবে শীর্ষে টটেনহাম। এএফপি
মন্তব্য