kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

শিরোপার সুবাস পাচ্ছে বসুন্ধরা

২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিরোপার সুবাস পাচ্ছে বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক : মহিলা ফুটবল লিগে নাসরিন স্পোর্টস একাডেমিকে ২-০ গোলে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। মহিলা ফুটবলে অপরাজিত এই পরাশক্তির সামনে কেবল এই ম্যাচটিই একটু কঠিন ছিল। গতকাল এটি জিততেও খুব বেগ পেতে হয়নি। ১৭ মিনিটে শিউলির গোলে এগিয়ে যাওয়া জায়ান্টদের লিড বিরতির আগেই দ্বিগুণ হয় নাসরিন স্পোর্টস একাডেমির উন্নতি খাতুনের আত্মঘাতী গোলে। দ্বিতীয়ার্ধে ব্যবধান আর না বাড়লেও কিংস এই ম্যাচ জিতে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। বাকি তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেলেই শিরোপা তাদের হাতের মুঠোয়! এই ম্যাচের আগে ৩ পয়েন্ট পিছিয়ে থাকা নাসরিন এখন ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা এফসি উত্তরবঙ্গের পয়েন্ট ১৩।

মন্তব্য