সাত ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল বার্নলি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে পরশু নিজ মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। নতুন মৌসুমে লিগে অষ্টম ম্যাচে এটি বার্নলির প্রথম জয়। খেলার অষ্টম মিনিটে ক্রিস উডের গোলটিই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। দিনের অন্য ম্যাচে সাউদাম্পটন ১-১ গোলে ড্র করেছে উলভারহাম্পটনের সঙ্গে। এএফপি
মন্তব্য