kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

আট ম্যাচে কিংসের ৭৫ গোল!

২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআট ম্যাচে কিংসের ৭৫ গোল!

ক্রীড়া প্রতিবেদক : গোল উৎসবে মুড়িয়ে আরেকটা ম্যাচ শেষ করেছে বসুন্ধরা কিংস। তারা গতকাল ১২-১ গোলে হারিয়েছে স্পার্টান এমসি গ্যালাকটিকো সিলেট এফসিকে। বড় ব্যবধানে জয়ের পেছনে আছে কৃষ্ণার ৪ গোল আর সাবিনার হ্যাটট্রিক। সুবাদে এই মহিলা ফুটবল লিগে সাবিনার হয়েছে সর্বোচ্চ ২০ গোল। এ ছাড়া মৌসুমী দুটি এবং তহুরা, শেলি ও মারিয়া করেছেন এক গোল করে। প্রতি ম্যাচে তাদের এমন গোলবন্যায় আট ম্যাচে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৫টি! বিপরীতে একটি, যা গতকালের ম্যাচের ৮৫ মিনিটে সিলেটের মনি রূপনাকে ফাঁকি দিয়ে কিংসের জালে পাঠিয়েছেন।

আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের নারী ফুটবল দল যথারীতি পয়েন্ট তালিকায় শীর্ষে। এ রকম একাধিপত্যে এগিয়ে যাওয়া দলটির সামনে বড় চ্যালেঞ্জ দ্বিতীয় স্থানে থাকা নাসরিন ফুটবল একাডেমি। ‘নাসরিন একাডেমিকে আমরা প্রথম লেগে হারিয়েছি। আগামী ২৭ তারিখ নাসরিনের সঙ্গে ম্যাচটা জিততে পারলে আমাদের শিরোপা একরকম নিশ্চিত বলা যায়’, বলেছেন কিংস মহিলা দলের কোচ মাহমুদা খাতুন অদিতি। নাসিরন ফুটবল একাডেমি গতকাল ৩-১ গোলে হারিয়েছে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে।

মন্তব্যসাতদিনের সেরা