ক্রীড়া প্রতিবেদক : বাফুফে নির্বাচনের পর প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর স্ত্রী-সন্তানকে ডেকে বাদল রায় বলেছিলেন, ‘আমার যদি কিছু হয়ে যায়, তাহলে বাফুফে চত্বরে নেবে না কিছুতেই।’ তাই গতকাল মোহামেডান ক্লাব থেকে বাদল রায়ের মরদেহ বাফুফে ভবনের সামনে দিয়েই গেছে, থামেনি।
গুঞ্জন আছে ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচনে দাঁড়িয়েও বাদলের সরে দাঁড়ানো প্রতিপক্ষের চাপেই। গতকাল তাঁর শেষবিদায়ে অনুপস্থিত থেকে যেন সেই গুঞ্জনকেই সমর্থন দিলেন কাজী সালাউদ্দিন? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায়কে শ্রদ্ধা জানাতে বাফুফের পক্ষ থেকে আসা সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘সভাপতিরও আসার কথা।’ কিন্তু সালাউদ্দিন আসেননি।
মন্তব্য