ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েমকে হতাশায় ডুবিয়ে এটিপি ট্যুর ফাইনালসে শিরোপা উৎসব করলেন দানিল মেদভেদেভ। লন্ডনের ওটু অ্যারেনায় ৪-৬ গেমে হেরে বাজে শুরু করেও এরপর টানা দুই সেট জিতে শেষ হাসি হেসেছেন রাশান তারকাই। অন্যদিকে বছরের শেষের এই আসরে টানা দুই ফাইনালে হারের হতাশায় ডুবলেন অস্ট্রিয়ান তারকা। এএফপি
মন্তব্য