kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

রাশফোর্ডে উড়ছে ম্যানইউ

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাশফোর্ডে উড়ছে ম্যানইউ

গরিব শিশুরা যেন গ্রীষ্মের ছুটির দিনগুলোতেও স্কুলের বিনা মূল্যে দেওয়া খাবারটা পেতে পারে, সে জন্য আন্দোলন করছেন মার্কাস রাশফোর্ড। গত গ্রীষ্মে সফল সে আন্দোলনের পর ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেটও পেয়েছেন তিনি। তবে এবার আবার বেঁকে বসেছেন বরিস জনসন। তাতে কেউ কেউ রাশফোর্ডকে শুধু খেলাতেই মন দেওয়ার উপদেশ দিচ্ছেন। তবে রাশফোর্ড দেখিয়ে চলেছেন তিনি মাঠের বাইরে যেমন নায়ক, তেমনি মাঠেও।

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচটিতে পিএসজিকে হারানোর নায়ক পরশু ১৮ মিনিটে হ্যাটট্রিক করেছেন আরবি লিপজিগের বিপক্ষে। তাঁর এই ঝোড়ো পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেডও ৫-০ গোলের বড় জয়ে এখন পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ’ এইচের শীর্ষে। অথচ এটাকেই কিনা সবচেয়ে কঠিন গ্রুপ বলা হচ্ছিল। কঠিনই বটে, রাশফোর্ডের ম্যানইউর বিপক্ষে সেটা অন্যরা টের পাচ্ছে। ম্যাসন গ্রিনউডের গোলে প্রথম এগিয়ে যায় ম্যানইউ। রাশফোর্ড দ্বিতীয়ার্ধে বদলি নেমে ১৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেছেন। চেলসিও ৪-০ গোলের বড় জয় পেয়েছে রাশিয়ার ক্রাসনোদারের মাঠে। জেনিত সেন্ত পিটার্সবুর্গের বিপক্ষে বরুশিয়া ডর্টমুন্ডের জয় ২-০-তে। গোলডটকম

মন্তব্যসাতদিনের সেরা