kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

হ্যামিল্টনের ইতিহাস

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফর্মুলা ওয়ানে মাইকেল শুমাখারের ৯১ রেস জয়ই মনে হচ্ছিল অজেয় কীর্তি। অথচ রেকর্ডটি টিকল না ১৪ বছরও। পরশু পর্তুগিজ গ্রাঁপ্রি জিতে লুইস হ্যামিল্টন ছাড়িয়ে গেলেন শুমাখারকে। তাঁর জয় এখন ৯২টি। শুমাখারের সর্বোচ্চ সাতটি ফর্মুলা ওয়ান জয়ের মাইলফলক ভাঙাও সময়ের অপেক্ষা হ্যামিল্টনের। এর কৃতিত্বটা মার্সিডিজের সব সতীর্থকেই দিলেন এই ব্রিটিশ ড্রাইভার, ‘মার্সিডিজে যোগ দেওয়ার সময় জাদুদণ্ড ছিল না আমার হাতে। সতীর্থদের সাহায্যেই হয়েছে এই রেকর্ড। কখনোই ভাবিনি জিততে পারব এতগুলো রেস।’ বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা