kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

সোহেলের গোল দশক সেরায়

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসোহেলের গোল দশক সেরায়

ক্রীড়া প্রতিবেদক : গোলটি ভুলতে পারার কথা নয় সোহেল রানার। একে তো এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে সেই ম্যাচের জয়টাই অনেক দিন মনে রাখার মতো। উত্তর কোরিয়ার ক্লাবটির বিপক্ষে আবাহনীর ৪-৩ গোলে জেতা ম্যাচের প্রথম গোলই ছিল সেটি। নাবিব নেওয়াজের ব্যাকহিলে ২৫ গজ দূর থেকে নেওয়া প্রথম শটেই লক্ষ্যভেদ। এএফসি কাপের সেই সপ্তাহের সেরা গোলও হয়েছিল সেটি। ২০১৯ সালের সেই গোল এবার টুর্নামেন্টের দশকসেরা গোলের তালিকায়ও ঢুকে গেছে।

এএফসি দশক সেরা গোল নির্বাচন করতেও একটি খেলা খেলছে। তারা সেরা ৩২-এর একটি তালিকা দিয়েছে। তাতে সোহেলের গোলের প্রতিদ্বন্দ্বী সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের হয়ে ২০১৭ সালে ভিয়েতনামের থান কুয়াং নিন ক্লাবের বিপক্ষে করা খায়রুল নিজামের গোলটি। ওটাও দুর্দান্ত গোল, বাঁ দিক পাওয়া ক্রসে হাওয়ায় ভেসে ভলি নিয়েছিলেন নিজাম। এএফসিডটকমে সমর্থকদের ভোটে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে এগিয়ে আছেন অবশ্য সোহেলই। এরই মধ্যে আবাহনী মিডফিল্ডার পেয়েছেন ৮০ শতাংশ ভোট। আজ বিকেলে শেষ হচ্ছে ভোটিং।

মন্তব্যসাতদিনের সেরা