kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

দুই ক্লাবে দুই ভাইয়ের গোল

২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদুই ক্লাবে দুই ভাইয়ের গোল

দুই ভাই রবার্তো ও লরেঞ্জো ইনসিনিয়ের ক্যারিয়ার শুরু নাপোলিতে। লরেঞ্জো খেলে ফেলেছেন ৩৫০টির বেশি ম্যাচ। তবে মাত্র দুই ম্যাচে শেষ রবার্তোর নাপোলি অধ্যায়। ইতালিয়ান ক্লাবটি আলাদা ছয়টি ক্লাবে ধারে পাঠায় তাঁকে। পরশু বেনেভেনতো ও নাপোলির হয়ে মুখোমুখি সেই দুই ভাই। গোলও পেয়েছেন দুজন! রবার্তোর ৩০ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল বেনেভেনতো। পুরনো ক্লাবের বিপক্ষে গোলের পর হাত তুলে ক্ষমা চান অনেকে। কেউ থাকেন নিরুত্তাপ। কিন্তু রবার্তো ভেঙে পড়েন কান্নায়! ৬০ মিনিটে সমতা ফেরান তাঁর ভাই লরেঞ্জো। সাত মিনিট পর আন্দ্রেয়া পেতাগনার গোলে ২-১-এ জিতে মাঠ ছাড়ে নাপোলি।

সিরি ‘এ’র অপর ম্যাচে আবারও হোঁচট খেয়েছে রোনালদোহীন জুভেন্টাস। টানা ৯ বারের চ্যাম্পিয়নরা ১-১ গোলে ড্র করেছে হেলাস ভেরোনার সঙ্গে। পাঁচ ম্যাচে তাদের দুটি জয় আর বাকিগুলোয় ড্র। আদতে খেলে জয় একটাই। নাপোলির বিপক্ষে ৩-০ গোলে জয়টা তো ওয়াকওভার, করোনার কারণে প্রতিপক্ষ তুরিনে আসতে পারেনি বলে।

এ ছাড়া প্রিমিয়ার লিগে এভারটন ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে আর আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিস্টার সিটি। জেমি ভার্ডির গোলে আর্সেনালের মাঠে ৪৭ বছর পর প্রথম জয় পেল লিস্টার। লা লিগায় হুয়েস্কাকে ৪-১ গোলে হারিয়ে এখন শীর্ষে সোসিয়েদাদ।

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোকে ৪-১ গোলে হারিয়েছে অলিম্পিক লিওঁ। ১২তম মিনিটে প্রথম গোলের পর লিওঁর মেমফিস দেপেই সমবেদনা জানান তাঁর ডাচ সতীর্থ ও লিভারপুলের ডিফেন্ডার ভারজিল ফন ডাইককে, ‘ভারজিল, শক্ত থেকো আমার ভাই।’ ইএসপিএন

মন্তব্যসাতদিনের সেরা