kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

পেনাল্টি নিয়ে ক্ষোভের আগুন

২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপেনাল্টি নিয়ে ক্ষোভের আগুন

রোমাঞ্চ, গোল, নাটক আর অবধারিত বিতর্কেই শেষ হলো এল ক্লাসিকো! বিরতিতে ১-১ সমতা থাকা ম্যাচ রিয়াল জিতেছে ৩-১ ব্যবধানে। ৬৩ মিনিটে সের্হিয়ো রামোসের পেনাল্টিই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। ভিএআরে সেই পেনাল্টি নিয়ে ক্ষোভের আগুন জ্বলছে বার্সায়। ক্লাব পরিচালক জাভি ভিলায়োনার ক্ষুব্ধ টুইট, ‘(ছাপার অযোগ্য শব্দ)... ন্যক্কারজনক ব্যাপার।’

কোচ হিসেবে প্রথম এল ক্লাসিকোতেই হার রোনাল্ড কোম্যানের। তিনিও মানছেন না পেনাল্টির সিদ্ধান্ত, ‘রেফারির সিদ্ধান্তে আমরা একমত নই। আমার চোখে ওটা পেনাল্টি নয়। রামোসই তো লেংলেকে ফাউল করেছিল। পরে লেংলে রামোসকে ধরে রাখে, যেন ও হুমড়ি খেয়ে পড়ে না যায়। এই মৌসুমে পাঁচ ম্যাচ খেলেছি, প্রতিবারই ভিএআরের সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। ভিএআর অসাধারণ প্রযুক্তি, কিন্তু সব দলের বিপক্ষে এর সমান ব্যবহার হওয়া উচিত।’

কোম্যানের অভিযোগ মানছেন না রিয়াল অধিনায়ক সের্হিয়ো রামোস, ‘এটা পরিষ্কার পেনাল্টিই ছিল। আমি লাফ দেওয়ার সময় ও (লেংলে) আমার জার্সি টেনে ধরেছিল। দিনের আলোর মতো পরিষ্কার ব্যাপারটা। এমন সঠিক সিদ্ধান্তে রেফারিকে নিয়ে সমালোচনা বেমানান।’

কোচ হিসেবে জিনেদিন জিদান ছয় ম্যাচ অপরাজিত রইলেন ন্যু ক্যাম্পে। পরশুর জয়ে মুখও বন্ধ করলেন সমালোচকদের। এসব নিয়ে না ভেবে জয়টা উপভোগ করছেন এই ফরাসি কিংবদন্তি, ‘মাঠে একজন রেফারি ছিলেন। তিনি (ভিএআরে) দেখেই পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন। আমরা ৩-১ গোলে জিতেছি, ব্যবধানটা বাড়তে পারত আরো। সমালোচকদের মুখ বন্ধ করা আমাদের কাজ নয়। কঠিন সময়ে আমরা ঐক্যবদ্ধ হয়েই সব কিছু করি। খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট।’ মার্কা

মন্তব্যসাতদিনের সেরা