kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

ব্রাজিলে ফিরলেন ভিনিসিয়াস

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৪৬ মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদ কিনেছিল তাঁকে। নেইমারের পর ১৯ বছরের কম বয়সের কোনো ব্রাজিলিয়ানের জন্য এটাই সর্বোচ্চ দামি দলবদল। তবে নিজের প্রতিভার সবটা এখনো পুরোপুরি মেলে ধরা হয়নি ভিনিসিয়াস জুনিয়রের। ব্রাজিলের হয়ে ২০১৯ সালে খেলেছেন শুধু একটি ম্যাচ। এক বছর পর বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের দলে আবারও তিতে ডাকলেন এ উইঙ্গারকে। এ মৌসুমে রিয়ালের হয়ে ৫ ম্যাচে ৩ গোল তাঁর। চ্যাম্পিয়নস লিগে রেকর্ডও গড়েছেন বদলি হয়ে নেমে ১৫ সেকেন্ডের মাথায় গোল করে। ১৪ নভেম্বর ভেনিজুয়েলা আর ১৭ নভেম্বর উরুগুয়ের সঙ্গে খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য ফেরানো হয়েছে গোলরক্ষক আলিসন বেকারকে। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা