kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

হ্যাটট্রিকে স্বপ্নপূরণ ব্যামফোর্ডের

২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহ্যাটট্রিকে স্বপ্নপূরণ ব্যামফোর্ডের

চেলসি তাঁকে কিনেই ধারে পাঠায় অন্য ক্লাবে। তাও সাতবার! স্ট্রাইকার হয়েও ক্রিস্টাল প্যালেস, নরউইচ আর বার্নলির জার্সিতে কোনো গোল ছিল না প্যাট্রিক ব্যামফোর্ডের? সেই তাঁর মাঝে মার্সেলো বিয়েলসা কী দেখলেন, তিনিই ভালো জানেন। মিডলসবরো থেকে ২০১৮ সালে ১০ মিলিয়ন পাউন্ডে নিয়ে এলেন লিডসে, যা গত ১৭ বছরে এই ক্লাবের সবচেয়ে দামি দলবদলের রেকর্ড। প্রতিদানটা দিলেন এত দিনে। পরশু তাঁর হ্যাটট্রিকে নরউইচকে ৩-০ গোলে হারিয়েছে লিডস। এই মৌসুমে প্রিমিয়ার লিগের ছয় ম্যাচে ছয় গোলও হয়ে গেল ব্যামফোর্ডের। প্রিমিয়ার লিগে মৌসুম শুরুর ছয় ম্যাচে ছয় গোলের কীর্তি ছিল কেবল ১৯৯২-৯৩ মৌসুমে এরিক কাতোঁয়ার।

ব্যামফোর্ডের জীবনটাই একটু অন্য রকম। জিসিএসই পরীক্ষায় পাঁচ বিষয়ে এ+ পাওয়া ব্যামফোর্ডকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দিয়েছিল বৃত্তির প্রস্তাব। ফুটবলার হিসেবে সফল না হলে হার্ভার্ড থেকে ব্যবসা অনুষদের ডিগ্রি নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। পেশাদার ফুটবলার হওয়ায় সেটা আর হয়নি। লিগে প্রথম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড, ‘এটা স্বপ্নপূরণের মতো। আমার ছেলে-মেয়েদের এই গল্প শোনাতে পারব অনেক দিন। বিয়েলসা অনেক আস্থা রেখেছিলেন আমার ওপর, তাঁর প্রতি কৃতজ্ঞ আমি।’

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ওয়েস্ট হামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানসিটি। বুন্দেসলিগায় রবার্ত লেভানদোস্কির হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে হারিয়েছে ফ্রাংকফুর্টকে। ম্যাচের দশম মিনিটে গোল উৎসবের সূচনা করে ষাট মিনিটে হ্যাটট্রিক পূরণ করেছেন পোলিশ ফরোয়ার্ড। বুন্দেস লিগায় চলতি মৌসুমে পাঁচ ম্যাচে এ নিয়ে দশ গোল করলেন লেভানদোস্কি।  ইএসপিএন

মন্তব্যসাতদিনের সেরা