kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

১৩ ও ১৭ নভেম্বর প্রীতি ম্যাচ

১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দুটি হবে ১৩ ও ১৭ নভেম্বর। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে খেলা। সীমিতসংখ্যক দর্শক প্রবেশে অনুমতিও মিলতে পারে। কাল বাফুফের সঙ্গে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের মৌখিক আলোচনায় ম্যাচ দুটির তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভেন্যুর ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম জানিয়েছেন, ‘করোনার কারণেই ঢাকার বাইরের কোনো ভেন্যুর কথা ভাবছি না। দর্শক প্রবেশাধিকার একেবারে রুদ্ধ থাকবে না আবার উন্মুক্তও নয়।’ জানা গেছে, নির্দিষ্টসংখ্যক দর্শক প্রবেশের অনুমতি থাকবে স্টেডিয়ামে। নেপাল ঢাকায় আসতে পারে ম্যাচের এক সপ্তাহ আগে। বাংলাদেশের প্রস্তুতি শুরুর দিনক্ষণ অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। কোচ জেমি ডে এই মুহৃর্তে ইংল্যান্ডে। বাফুফে সম্পাদক জানিয়েছেন, আগামী ২৮ অক্টোবর জেমি দলের সঙ্গে যোগ দেবেন। নতুন ফিটনেস কোচ, গোলরক্ষক কোচও যোগ হতে পারেন তাঁর সঙ্গে।

মন্তব্য