kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

জুনিয়র এশিয়া কাপ হকি

ওমান না এলে কাজাখস্তান

৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : করোনায় জুনে স্থগিত হওয়া জুনিয়র এশিয়া কাপ হকি হচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। কিন্তু তখনো করোনা পরিস্থিতির খুব বেশি উন্নতি হবে, এখনই তেমনটা বলা যায় না। সেই শঙ্কায় আগেভাগেই ঢাকার আসরে খেলার অনাগ্রহ প্রকাশ করেছে ওমান। গত ২৬ সেপ্টেম্বর হওয়া এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় তারা এমনটা জানিয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশন সহসভাপতি আব্দুর রশিদ শিকদার।

‘করোনা পরিস্থিতির কারণেই জানুয়ারিতে ঢাকায় আসতে চাইছে না ওমান। ওরা বোধহয় সরকার থেকেই অনুমতি পাচ্ছে না। এই মুহূর্তে সব দেশেই তো সরকারি একটা নীতিমালা আছে কভিডের ব্যাপারে। তবে ওরা না এলেও দল কমছে না টুর্নামেন্টে। দল ১০টিই থাকবে, সে ক্ষেত্রে তাদের জায়গা নেবে কাজাখস্তান’—বলেছেন রশিদ শিকদার। এএইচএফের নির্বাহী সদস্য হিসেবে যিনি নিজেই ছিলেন সেই সভায়। আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি। তবে ওই সভায় বাকি আট দেশ—ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, চীন, চায়নিজ তাইপে ও উজবেকিস্তানের সবাই সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন রশিদ শিকদার। ২১ থেকে ৩০ জানুয়ারি ঢাকায় হতে যাওয়া এ আসর বিশ্বকাপেরও বাছাই পর্ব। করোনার সংক্রমণ শুরুর আগে ওমান ঢাকায় এসে প্রস্তুতি ম্যাচও খেলে গিয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা