kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

১০০তম মিনিটের পেনাল্টিতে জয়

২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১০০তম মিনিটের পেনাল্টিতে জয়

যখন সবাই আশা ছেড়ে দেয়, তখনই চমক দেখিয়ে জিতত অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ। গতকাল প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে সেই স্মৃতি ফিরে এলো আরেকবার। ইনজুরি টাইমের দশম মানে ১০০তম মিনিটে পেনাল্টি পায় ম্যানইউ। তা থেকে ব্রুনো ফের্নান্দেস গোল করে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় এনে দেন রেড ডেভিলদের। রুদ্ধশ্বাস ম্যাচটিতে ৪ মিনিটে নিয়াল মুয়াপে ব্রাইটনকে এগিয়ে নিলেও তিন মিনিট পর আত্মঘাতী গোলে ফেরে সমতা। ৫৫ মিনিটে ফের্নান্দেসের পাসে মার্কাস রাশফোর্ডের গোল ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ফেরান সোলে মার্চ। এরপর শততম মিনিটের সেই নাটকীয় পেনাল্টিতে জয় ম্যানইউর। বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা