kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

পিছিয়ে পড়েছেন বাংলাদেশিরা

২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা’র দ্বিতীয় দিনে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের দাবাড়ুরা। ছয় রাউন্ড খেলা শেষে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ৪ পয়েন্ট নিয়ে মূল র‌্যাংকিংয়ে তিনি দ্বাদশ স্থানে। গ্র্যান্ডমাস্টার এনামুলেরও পয়েন্ট ৪।

শুরুর দিন এই দুজন সব ম্যাচ জিতলেও কাল তিন ম্যাচের জিতেছেন কেবল একটিতে। ৪ পয়েন্ট বাংলাদেশের আরো তিন দাবাড়ুর—আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান, ফিদে মাস্টার তৈয়বুর রহমান ও জাবেদ আল আজাদের। টুর্নামেন্টে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্দোনেশিয়ার জিএম মেগারান্তো সুশান্ত, ৫ পয়েন্ট ভিয়েতনামের জিএম ন্যাগুয়েন সন ও ভারতীয় জিএম দীপ্তায়ন ঘোষের। বাংলাদেশের অন্য দুই জিএম জিয়াউর রহমানের সাড়ে ৩ এবং রিফাত বিন সাত্তারের ৩ পয়েন্ট। আজ আসরের শেষ তিন রাউন্ড।

মন্তব্যসাতদিনের সেরা