kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

থাকা হলো না বিশ্বকাপে

২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেথাকা হলো না বিশ্বকাপে

স্টিভ ওয়াহ, রিকি পন্টিং, মাইকেল হাসিদের বিভিন্নভাবে জাতীয় দলে কাজে লাগিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ান এই কোচ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিন জোন্সকেও দলের সঙ্গে ‘মেন্টর’ হিসেবে রাখতে চাইছিলেন। কিছুদিন আগে ফেসটাইম অ্যাপে টম মুডি, জিওফ মার্শ আর ডিন জোন্সের সঙ্গে কথা বলার পরই ভাবনাটা এসেছিল বলে গতকাল জানালেন ল্যাঙ্গার, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসেবে রাখতে চাইছিলাম তাঁকে। মানুষকে সাহায্য করতে ভীষণ পছন্দ করতেন জোন্স। গত কয়েক বছরে অস্ট্রেলিয়ান কোচের দায়িত্ব পালনে তিনি অনেক সাহায্য করেছেন আমাকে।’

মুম্বাইয়ে অকালপ্রয়াণে অস্ট্রেলিয়া দলের হয়ে আর বিশ্বকাপে থাকা হলো না জোন্সের। হোটেল লবিতে লুটিয়ে পড়ার সময় পাশেই ছিলেন ব্রেট লি। তাঁকে ওঠানো থেকে শুরু করে হাসপাতাল নেওয়া পর্যন্ত করেছেন নিজের সর্বোচ্চটা, তবু বাঁচাতে পারেননি। শোক সামলে জোন্সের চেয়ারটা ফাঁকা রেখে সেখানে তাঁর পরা টাই, ব্লেজার, নোটবুক রেখে ‘আইপিএল সিলেক্ট ডাগআউট’ অনুষ্ঠানটা শেষ করেন ব্রেট লি।

আশির দশকে ৭০-এর বেশি স্ট্রাইক রেটে রান করে ওয়ানডে বদলানোর পথিকৃৎ ছিলেন জোন্স। সেটা স্মরণ করে স্টিভ ওয়াহর শ্রদ্ধাঞ্জলি, ‘সানগ্লাস পরে মাঠে নামা প্রথম খেলোয়াড় জোন্স। ব্যাটের চুক্তিতে ভালো পয়সা এনে দেওয়ার পথটাও তাঁর তৈরি। ওকে দেখতে এমসিজিতে একজন হলেও বেশি দর্শক হতো।’ ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা