kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

এবার বায়ো-বাবলে ক্রিকেটাররা

২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ১৮ তারিখ ১৮ জন খেলোয়াড়ের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তাঁদের সবারই ফল নেগেটিভ এসেছে। এমন স্বস্তির মাঝে গতকাল দ্বিতীয় দফায় বাকিদের নমুনা নেওয়া হয়েছে। নেগেটিভ ফল যাঁদের আসবে, তাঁরা সবাই আজ উঠবেন সোনারগাঁও হোটেলে, যেখানে বায়ো-বাবল ঘিরে থাকবে তাঁদের।

সবুজ সংকেত পেলে ২৭ তারিখ কলম্বোর উদ্দেশে যাত্রার আগে আরো দুইবার করোনা পরীক্ষা করাতে হবে সফরকারী দলের প্রত্যেকের। তার আগে এক দিন বিরতি দিয়ে মিরপুরে স্কিল ট্রেনিং করবেন মমিনুল হকরা। সেটির ঝুঁকি এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘জৈব সুরক্ষা বলয়ের (বায়ো-বাবল) আওতায় থাকবে খেলোয়াড়দের হোটেল, রেস্টুরেন্ট, যে বাহনে করে তারা মাঠে যাতায়াত করবেন, জিম, সুইমিং পুল এবং অন্যান্য ট্রেনিং ফ্যাসিলিটিজ।’ এ সময়কালে ক্রিকেটারদের সংস্পর্শে আসতে পারেন, এমন সবাইকে করোনা পরীক্ষায় উতরে আসতে হবে বলে জানিয়েছেন দেবাশীষ। হোটেল কর্মীও আছেন এ বাধ্যবাধকতার আওতায়।

মন্তব্যসাতদিনের সেরা