kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

সাফ টুর্নামেন্টগুলো বাতিল

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : করোনায় সাফের কোনো টুর্নামেন্ট হচ্ছে না এ বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ঢাকায়। সেটি আগেই বাতিল হয়েছিল। এবার সাফ সদরদপ্তর বয়সভিত্তিক তিনটি আসরও পরিত্যক্ত ঘোষণা করেছে। সিনিয়র চ্যাম্পিয়নশিপ ছাড়াও এ বছর হওয়ার কথা ছিল ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ আসর। এ ছাড়া মেয়েদের অনূর্ধ্ব-১৫ আসরটিও আয়োজনের পরিকল্পনা ছিল সাফের। কিন্তু দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আসরগুলো আয়োজনের ঝুঁকি নিচ্ছে না তারা। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল নিশ্চিত করেছেন বিষয়টি, ‘অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আসলে কেউই করোনার এই পরিস্থিতিতে খেলতে রাজি নয়। পরিস্থিতির উন্নতি হলে আগামী বছর আসরগুলো আয়োজন করা হবে।’

মন্তব্য