kalerkantho

সোমবার । ৩ কার্তিক ১৪২৭। ১৯ অক্টোবর ২০২০। ১ রবিউল আউয়াল ১৪৪২

এবার পানসে আইপিএল

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএবার পানসে আইপিএল

আলোর রোশনাই। বলিউড তারকাদের গ্ল্যামার। চিয়ারলিডার্সের মোহনীয় নাচ। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ম্যাচ শেষে রাতভর পার্টি। বিনোদন আর ক্রিকেটের ককটেলই হচ্ছে আইপিএল। চিরচেনা সেই আইপিএল একেবারে পানসে এবার। আজ মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আরব আমিরাতে শুরু হচ্ছে ১৩তম আসর। অথচ করোনার কারণে বলিউডি তারকাদের দিয়ে ঐতিহ্যবাহী উদ্বোধনী অনুষ্ঠানটি হয়নি। মাঠে থাকছেন না দর্শক। নেই চিয়ারলিডার্সও। এর পরও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আশাবাদী টুর্নামেন্টটি নিয়ে, ‘মাঠে যাওয়ার সুযোগ না থাকায় টেলিভিশনে বুঁদ হয়ে থাকবেন দর্শক। বিশ্ব ক্রিকেটের সেরা তারকারাও আছে। আর ৩০ শতাংশ দর্শক তো শেষ দিকে ফিরছেই।’

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা রয়েছেন প্রায় সব দলে। আট দলের অন্য খেলোয়াড়রা মাসখানেক আগে এলেও তাঁরা এসেছেন পরশু। বাধ্যতামূলক ছয় দিন কোয়ারেন্টিনের নিয়মের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁদের খেলা। তবে ইংল্যান্ডে জীবাণু সুরক্ষিত বলয়ে থাকায় সদ্য টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে আসা দুই দলের ক্রিকেটারদের মাত্র ৩৬ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকলেই চলবে, যা স্বস্তি ফিরিয়েছে ফ্র্যাঞ্জাইজিগুলোর।

বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেন তিনি। সেই ধোনি বিশ্বকাপের পর প্রথমবার আজ খেলবেন চেন্নাইয়ের জার্সিতে। তাঁর ফেরাটা হচ্ছে অবশ্য বিতর্ক দিয়ে। চীনের সঙ্গে সীমান্ত নিয়ে ঝামেলায় যেখানে সরে গেছে আইপিএলের টাইটেল স্পনসর ভিভো, সেখানে ধোনি চুক্তি করেছেন চীনেরই কম্পানি ওপোর সঙ্গে!

সুরেশ রায়না ও হরভজন সিং হঠাৎ নাম প্রত্যাহার করে নেওয়ায় শক্তি হারিয়েছে চেন্নাই। এর পরও উদ্বোধনী ম্যাচে তাঁদের খাটো করে দেখছেন না মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা, ‘চেন্নাই সব সময় শক্তিশালী, ওদের একজন ধোনি আছে। পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা