kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

হারানোর ভয় ছিল না ম্যাক্সওয়েলের

১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহারানোর ভয় ছিল না ম্যাক্সওয়েলের

লক্ষ্য ৩০৩। সেখানে ৭৩ রানে নেই ৫ উইকেট। এমন অবস্থায় ক্রিজে এসে ম্যাচ জেতাতে কী লাগে? অনেকেই বলবেন হার না মানা মনোভাব। তবে পরশু যিনি এই কাজটা করেছেন সেই গ্ল্যান ম্যাক্সওয়েল বলছেন অন্য কথা, ‘এই পরিস্থিতিতে মাঠে নেমে আসলে ব্যাট চালিয়ে যাওয়া ছাড়া কিছুই করার থাকে না। যা হওয়ার হবে। আমিও নামার সময় তেমনটাই ভেবেছিলাম, যে এখান থেকে হারানোর কিছু নেই।’

সেই হারানোর ভয় দূরে ঠেলেই তিনি অস্ট্রেলিয়াকে অসাধারণ এক জয়ই শুধু নয়, ইংল্যান্ডের মাটিতে সিরিজও জিতিয়েছেন। অসম্ভবকে সম্ভব করার পথে দারুণ সঙ্গ পেয়েছিলেন অ্যালেক্স ক্যারির। দুজনই সেঞ্চুরি করেছেন। ম্যাক্সওয়েল ৯০ বলে ১০৮ আর ১১৪ বলে ১০৬ করেছেন ক্যারি। দুজনের ২১২ রানের জুটিতে দুই বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। এতে পাঁচ বছর পর দেশের মাটিতে প্রথম সিরিজ (১-২) সিরিজ হারল ইংল্যান্ড। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা