kalerkantho

মঙ্গলবার । ১৪ আশ্বিন ১৪২৭ । ২৯ সেপ্টেম্বর ২০২০। ১১ সফর ১৪৪২

উত্তেজনাও ফিরল গ্যালারিতে

১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউত্তেজনাও ফিরল গ্যালারিতে

করোনা মহামারিতে খেলা হচ্ছে ফাঁকা মাঠে। কিছু কিছু ম্যাচে অবশ্য মাঠে আসার সৌভাগ্য হচ্ছে দর্শকদের। পরশু জার্মান কাপে রুডলফ হারবিগ স্টেডিয়ামে ডায়নামো ড্রেসডেন-হামবুর্গের ম্যাচে এমন ভাগ্যবানই ছিলেন ১০ হাজার ৫৩ দর্শক। জার্মানিতে ফুটবল ফেরার পর এত বেশি দর্শক মাঠে আসার অনুমতি পায়নি আর। এমন ম্যাচেই কিনা ঘটল বিপত্তি। ড্রেসডেনের কাছে ৪-১ গোলে হারার পর হামবুর্গ ডিফেন্ডার টনি লিস্টনার মেজাজ হারিয়ে ছুটে যান গ্যালারিতে। বিপক্ষ দলের এক দর্শকের কলার চেপে টেনে নামাচ্ছিলেন নিচে। ভাগ্য ভালো, অন্য দর্শকরা এগিয়ে এসে নিরস্ত করেন দুজনকে।

ড্রেসডেন শহরে জন্ম নেওয়া টনি একটা সময় খেলতেন এই ক্লাবেই। পেশাদার হওয়ায় এখন তিনি হামবুর্গে। দর্শকটি তাঁকে খেপাচ্ছিলেন এ নিয়েই। সেই সঙ্গে পরিবারের সদস্যদের নাম নেওয়ায় মেজাজ ধরে রাখতে পারেননি টনি, ‘পরিবার নিয়ে গালি দেওয়ায় নিজেকে ধরে রাখতে পারিনি। তবে আমি একজন বাবা, আমার মেয়ের আদর্শও। গ্যালারিতে যাওয়াটা উচিত হয়নি। আমি ক্ষমাপ্রার্থী।’

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫৭ মিলিয়ন ডলার খরচে চেলসি এনেছে টিমো ভেরনার, কাই হারভার্টজ, হাকিম জিয়াশ, বেন চিলওয়েল, জাভিয়ের এমবুয়াম্বা, মালাং সার আর ফ্রি ট্রান্সফারে থিয়াগো সিলভাকে। নতুন শক্তিতে গড়ে ওঠা চেলসি ৩-১ গোলে ব্রাইটনকে হারিয়ে শুরু করল এবারের অভিযান। একটি করে গোল জর্জিনিয়ো, রিস জেমস ও কুর্ত জুমার। ইএসপিএন

মন্তব্যসাতদিনের সেরা