kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

বন্ধুর জন্য সালাহর এমন উদযাপন

১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবন্ধুর জন্য সালাহর এমন উদযাপন

প্রথম দিনই জমজমাট প্রিমিয়ার লিগ। ৪-৩ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে লিডস ইউনাইটেডকে হারিয়েছে লিভারপুল। হ্যাটট্রিকে ম্যাচটি স্মরণীয় করেছেন মো সালাহ। ৪ ও ৩৩ মিনিটে দুই গোলের পর ৮৮ মিনিটে সালাহর পেনাল্টিতেই জয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের। হ্যাটট্রিকের পর দুই হাতে কান ছুঁয়ে জিব বের করে অদ্ভুত উদযাপন করেন সালাহ। হাত দিয়ে আরবিতে বোঝাচ্ছিলেন ৮ সংখ্যাটি। বন্ধু মিসরীয় ফুটবলার মোয়ামেন জাকারিয়া গোলের পর করতেন এমন কিছুই। কিন্তু দুরারোগ্য এক ব্যাধির কারণে আর ফুটবল খেলতে পারবেন না সালাহর জাতীয় দলের সাবেক এই সতীর্থ। পরশু মিসরীয় প্রিমিয়ার লিগে জয়ের পর আল আহলির খেলোয়াড়রাও জাকারিয়ার জন্য অনুরূপ উদযাপন করেছিলেন।

নাটকীয় এ ম্যাচে লিডসকে হারানোর পর ইয়ুর্গেন ক্লপের স্বস্তি, ‘লিডস বিশেষ একটা দল। অবিশ্বাস্য! মৌসুমজুড়ে ওদের খেলা দেখব। এখন বিয়ারের বোতলে না ডুবে ম্যাচের ভুলগুলো বের করতে হবে।’ শেষ বেলার পেনাল্টিতে ম্যাচটি হেরে হতাশ লিডসের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা, ‘তিন গোল করা ইতিবাচক। কিন্তু চার গোল হজম করাটা এড়ানো যেত। বাজে গোলও খেয়েছি আমরা।’ বিবিসি

মন্তব্য