kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

মার্চে নিউজিল্যান্ড সফর!

১২ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ দলের এই বছর যাওয়া হচ্ছে না নিউজিল্যান্ডে। তবে আগামী গ্রীষ্মে বাংলাদেশের সেখানে যাওয়ার কথা জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

সময়কাল উল্লেখ না করলেও তিনি পরের গ্রীষ্মে একাধারে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে আতিথ্য দেওয়ার কথা জানিয়েছেন। পাকিস্তান ও ক্যারিবীয়দের বিপক্ষে খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এই দুই দল খেলবে টি-টোয়েন্টিও। অস্ট্রেলিয়া সেখানে যাবে শুধুই টি-টোয়েন্টি খেলতে। আর বাংলাদেশ খেলবে ওয়ানডে আর টি-টোয়েন্টি। হোয়াইট গতকাল অকল্যান্ডে সাংবাদিকদের বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময় না বললেও সেটি মার্চেই হওয়ার সম্ভাবনা।

মন্তব্যসাতদিনের সেরা