kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

করোনার হানা

১১ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার হানা

অ্যাতলেতিকো মাদ্রিদের দুই ফুটবলার আনহেল কোররেয়া ও সিমে ভারাসিলকো করোনা পজিটিভ হয়েছিলেন গত পরশু। তাতে অনিশ্চয়তা দেখা দেয় দলটির লিসবন যাওয়া নিয়ে। গতকাল আবারও পরীক্ষা করানো হয় দলের সবার। তাতে সবার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ডিয়েগো সিমিওনের দলে। লিসবনে পৌঁছে আরো একবার পরীক্ষা হবে সবার। মার্কা

মন্তব্যসাতদিনের সেরা