kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

দারুণ জয়

১০ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদারুণ জয়

ক্রীড়া প্রতিবেদক : অনলাইনে ওয়ার্ল্ড ওপেন দাবা খেলছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন।  গতকাল তিনি হারিয়েছেন ২৬৪১ রেটিংধারী রাশিয়ার সুপার গ্র্যান্ড মাস্টার আন্তোন দেমশেঙ্কোকে। আসরে ছয় খেলায় সাড়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন এনামুল। কন্টিনেন্টাল চেস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রথমবার অনলাইনে হচ্ছে এ আসর।

মন্তব্যসাতদিনের সেরা