kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

আবারও গুলিতে কাঁপল পাকিস্তান ক্রিকেট

৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে হামলার পর আরো একবার সন্ত্রাসীর গুলিতে কাঁপল পাকিস্তানের ক্রিকেট। গত বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট বিভাগের ওরাকজাই জেলার দ্রাদার মামাজাই অঞ্চলে ঘটেছে এ ঘটনা। আমান ক্রিকেট ফাইনাল শুরুর পরপরই মাঠের পাশের পাহাড় থেকে গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। খেলোয়াড়, দর্শক, সংবাদকর্মীরা প্রাণ বাঁচিয়েছেন দ্রুত দৌড়ে পালিয়ে। এই গোলাগুলিতে নিহত হয়নি কেউ। ফাইনালের প্রধান অতিথি ছিলেন জমিয়াত উলেমা-ই-ইসলামের স্থানীয় নেতা হাজি কাসিম গুল। পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা