kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

মেসিদের জন্য প্রস্তুত নাপোলি

৮ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমেসিদের জন্য প্রস্তুত নাপোলি

ন্যু ক্যাম্প রীতিমতো দুর্গ বার্সেলোনার। নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে টানা ৩৫ ম্যাচ অপরাজিত লিওনেল মেসিরা। ইতালিয়ান কোনো ক্লাবের সঙ্গেও হারেনি টানা ১৫ ম্যাচ। কোয়ার্টার ফাইনালে যেতে সেই দুর্গ জয় করা চাই নাপোলির। চ্যাম্পিয়নস লিগে কখনো শেষ আটে যেতে পারেনি ইতালিয়ান দলটি। পারেননি ডিয়েগো ম্যারাডোনাও। তাঁর উত্তরসূরিরা পারবেন কি স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে?

তুলনায় চেলসির বিপক্ষে বায়ার্ন মিউনিখের কাজটি সহজ। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে ৩-০ গোলে জিতে জার্মান ক্লাবটি এক পা দিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে। আজ নিজেদের মাঠে ২-০ গোলে হারলেও শেষ আটের টিকিট পাবে তারাই। ফ্রাংক ল্যাম্পার্ডের দল তাই অলৌকিক কিছুর খোঁজে। এ জন্য এক ঝাঁক তরুণ মুখ নিয়ে বাজিটা খেলতে চান কোচ ফ্রাংক ল্যাম্পার্ড। আজ অভিষেকই হতে পারে তিনজনের!

বার্সেলোনা, নাপোলি—দুই দলেরই মৌসুমটি কেটেছে যাচ্ছেতাই। নাপোলি ইতালিয়ান কাপ জিতলেও সিরি ‘এ’তে ছিল সপ্তম। বার্সেলোনা লা লিগা হারানোর পাশাপাশি খুইয়েছে কোপা দেল রে। আজ নাপোলির কাছে হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলোকলা। কোচের চেয়ারটি নড়বড়ে হয়ে ওঠা কিকে সেতিয়েন অবশ্য চ্যাম্পিয়নস লিগ নিয়ে আশাবাদী, ‘টানা ম্যাচ খেলায় ক্লান্ত খেলোয়াড়দের বিশ্রাম দরকার ছিল। এটা আমার শেষ ম্যাচ কি না, এ নিয়ে ভাবছি না। অনেক দূর যাওয়াটাই লক্ষ্য আমাদের।’

টানা ১৩তম কোয়ার্টার ফাইনালের অভিযানে সেতিয়েন পাচ্ছেন না সার্জিও বুশকেত্জ ও আর্তুরো ভিদালকে। চোটের জন্য প্রথম লেগ মিস করা লুই সুয়ারেস আশা জোগাতেই পারেন সেতিয়েনকে। চোট কাটিয়ে ফিরেছেন আন্তোয়ান গ্রিয়েজমানও। দলের প্রাণভোমরা লিওনেল মেসি ছন্দে থাকলে ম্যাচটি খুব কঠিন হওয়ার কথা নয় বার্সার। তবে লিওনেল মেসিদের জন্য প্রস্তুত থাকার কথাই জানালেন নাপোলি কোচ জেনারো গাত্তুসো, ‘আমাদের ইতিহাসের নতুন অধ্যায় লিখতে চাই। বার্সেলোনার সঙ্গে লড়াই করতে হলে আমাদের ঝুঁকি নিতে হবে। আমরা প্রস্তুত।’ পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা